প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
মধুপুরে ঘোড়দৌড় অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ভবানীটেকী যুব সমাজের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মধুপুর-ধনবাড়ী আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি- জাকির হোসেন সরকার, সহ সভাপতি এম রতন হায়দার, ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আলী, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, এছাড়াও ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান ও আবদুল মান্নান। ঘোড়দৌড় প্রতিযোগিতাটি ১৪ জানুয়ারি বেলা সাড়ে ৪ টায় ভবানীটেকী উন্মুক্ত মাঠে শুরু হয়। এতে সর্বমোট ৩২ টি ঘোড়া সোয়ারী অংশ গ্রহন করেন। কদম দৌড়ে ২টি রাউন্ডে ১০ টি ঘোড়া ও দাপট দৌড়ে ২ রাউন্ডে ২২ টি ঘোড়া অংশ গ্রহন করে। কদম দৌড়ে ২ রাউন্ডে প্রথম স্থান অধিকার করেন মাদারগঞ্জের মোশারফ হোসেন এবং নজরুল ইসলাম। এছাড়াও দাপট দৌড়ে ২ রাউন্ডে প্রথম স্থান অধিকার করেন ঘাটাইলের সোহান এবং জামালপুরের আবদুর রহমান। ফাইনাল রাউন্ডে প্রথম স্থান অধিকার করেন ময়মনসিংহের সঞ্জু ও দ্বিতীয় স্থান অধিকার করেন জামালপুরের আবদুর রহমান। এ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার উৎসুক নারী পুরুষের সমাগম ঘটে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com